Symptoms: জিকা, ডেঙ্গি, চিকুনগুনিয়ায় কী কী উপসর্গ থাকে? মরশুম বদলের সময়ে থাকুন সাবধানে
Updated: 17 Dec 2022, 11:00 PM ISTজিকা অনেক বেশি আক্রমণ করে শিশুদের। আর গর্ভবতী মহিলারাও এতে বেশি আক্রান্ত হন। অন্যদিকে ডেঙ্গি ছড়ায় অনেক দ্রুত হারে। তবে ডেঙ্গি ও চিকুনগুনিয়ার দীর্ঘমেয়াদি প্রভাব থাকে বলে সতর্ক করছেন বহু চিকিৎসক।
ব়্যাশ হলে কোন রোগের লক্ষণ- উল্লেখ্য, ডেঙ্গি ও জিকা ভাইরাসের প্রভাবে শরীরে ব়্যাশ দেখা যায়। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে তা হবে না। তবে বলা হচ্ছে, জিকার ক্ষেত্রে স্নায়ুগত সমস্যা থাকার সম্ভাবনা থাকে। তা অন্যদুটি মশাবাহিত রোগে বিরলভাবে দেখা যায়।
পরবর্তী ফটো গ্যালারি