West Bengal Lok Sabha Vote Latest Opinion Poll: লোকসভা ভোটে বাংলায় ফুটতে পারে পদ্ম, 'শুকিয়ে' যাবে ঘাসফুল, দাবি সমীক্ষায়
Updated: 17 Mar 2024, 08:49 AM IST Abhijit Chowdhury 17 Mar 2024 lok sabha election, lok sabha election 2024, wb lok sabha election opinion poll, bjp, tmc, trinamool congress, লোকসভা ভোট, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, পশ্চিমবঙ্গ লোকসভা ভোটে জনমত সমীক্ষা, পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পেতে পারে, পশচিমবঙ্গে তৃণমূল কটা আসন পেতে পারে, how many seats will bjp win in west bengal, how many seats will tmc win in west bengalশনিবার ঘোষণা করা হল দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। সাতি কোটিরও বেশি ভোটার নিজেদের মতদান করবেন এই রাজ্যে। এদিকে ভোটের নির্ঘণ্ট বাজতে না বাজতেই মানুষের মনে আগ্রহ জন্মেছে, কে এবার এগিয়ে থাকবে... তারই জবাব খুঁজল এই জনমত সমীক্ষা।
পরবর্তী ফটো গ্যালারি