ওয়েডিং প্ল্যানার থেকে 'ফ্লপ নায়কদের দেবী'! জন্মদিনে রইল অজানা তাপসীর খোঁজ Updated: 01 Aug 2021, 04:30 PM IST Rahul Majumder ৩৪-এ পা দিলেন তাপসী পান্নু।এইমুহূর্তে তিনি ব্যস্ত 'ব্লার' ছবির শুটিংয়ে। তবে নায়িকা হয়ে ওঠার আগে ইঞ্জিনিয়ারিং পাশ করা থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট সামলানো, নানান ব্যাপার পেরিয়ে এসেছেন তাপসী।