ফের বাংলা ভাসবে ভারী বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি হয়েছে সতর্কতা। রিপোর্ট অনুযায়ী, পরের সপ্তাহে দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হবে। এর আগেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। এই আবহে সেখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।