কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ও আগামিকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। এদিকে আজ উত্তরেরও দু'টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।