করোনার নয়া উপপ্রজাতি বা সাব-ভ্যারিয়েন্ট কেপি২-তে আক্রান্ত বাংলার ৩০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এমনই পরিসংখ্যান প্রকাশ করল। রিপোর্ট অনুযায়ী, কোভিডের এই নয়া সাব-ভ্যারিয়েন্টে দেশের মোট ২৭২ জন আক্রান্ত। এর আগে মহারাষ্ট্র, কেরল এবং কর্ণাটকে এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল।