Vivo Money Laundering Case: চিনে ৬৫,৪৭৬ কোটি টাকা 'পাচার', ম্যানেজিং ডিরেক্টর, চিনা-সহ Vivo-র ৪ জনকে ধরল ED Updated: 10 Oct 2023, 04:56 PM IST Ayan Das এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোর চারজনকে। তাঁদের মধ্যে আছেন লাভা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর হরি ওম রাই। গ্রেফতারির তালিকায় আছেন এক চিনা নাগরিকরও। তাঁদের আদালতে পেশ করা হবে।