Viral Brain Teaser: এই অঙ্কে কোন হিসাবে উত্তর আসছে ৯? ভাইরাল ব্রেন টিজারে ঝালিয়ে নিন আপনার স্কিল Updated: 30 Oct 2023, 08:36 PM IST Sritama Mitra আপনি যদি ব্রেন টিজারের ভক্ত হন, আর যদি চান যে আপনি খুব সহজে কোনও ব্রেন টিজারের কঠিন ধাঁধা সমাধান করতে, তাহলে মন মজাতে পারেন এই নয়া ব্রেন টিজারে। যেখাবে হাঙ্গেরির শিল্পী একটি অঙ্ক দিয়ে রেখেছেন। আর চ্যালেঞ্জ হল, সেই অঙ্কের খুব চটজলদি সমাধান।