Tunnel Rescue Latest Update: 'আমার চোখের সামনে...', টানেলের উদ্ধারকাজ নিয়ে বড় আপডেট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
Updated: 28 Nov 2023, 11:38 AM IST Abhijit Chowdhury 28 Nov 2023 uttarkashi, uttarkashi rescue update, uttarkashi tunnel, uttarkashi tunnel collapse, uttarkashi tunnel disaster, uttarakhand, uttarakhand tunnel rescue update, uttarakhand workers rescue operation, pushkar singh dhami, পুষ্কর সিং ধামি, উত্তরকাশী টানেল উদধার অভিযান, উত্তরাখণ্ড টানেল আপডেটগতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, উত্তরাখণ্ডের মুখ্যসচিব এসএস সান্ধু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমোদ কুমার মিশ্র গিয়েছিলেন টানেলের উদ্ধারকাজ পরিদর্শনে। আজ সকাল সকাল সেখানে পৌঁছে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, জলদি সাফল্য আসতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি