ছাঁটাই তো নয়ই, বরং চাকরি হারানো কর্মীদের সুযোগ দেওয়া হবে, বড় সিদ্ধান্ত TCS-র Updated: 20 Feb 2023, 02:09 PM IST Soumick Majumdar বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে মন্দা চলছে। করোনার সময়ের মতো ডিজিটালাইজেশনের চাহিদা নেই। নেই ঢালাও নতুন বিনিয়োগও। সেই কারণে খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে তারা। কিন্তু এরই মধ্যে উল্টো ঘোষণা করল টাটা কনসালটেন্সি সার্ভিসেস।