SBI FD Vs KVP Interest Rate: SBI-এর FD থেকে বেশি হারে সুদ, ১২৩ মাসেই টাকা দ্বিগুণ! জানুন এই স্কিমের প্রকল্প
Updated: 30 Oct 2022, 04:26 PM IST Abhijit Chowdhury 30 Oct 2022 fixed deposit, state bank of india, kisan vikash patra, post office scheme, ফিক্সড ডিপোজিট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কিষাণ বিকাশ পত্রভারতীয় বিনিয়োগকারীরা কোনও ঝুঁকি ছাড়া উচ্চ হারে সুদ পেতে স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন। এই আবহে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির দিকে নজর থাকে আমানতকারীদের। এই আবহে অনেক আমানতকারীরই চোখে পড়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থায়ী আমানে সুদের হার বৃদ্ধি করে গত ২২ অক্টোবর। তবে আপনি কী জানেন, এই সরকারি স্কিমে এসবিআই-এর থেকে বেশি হারে সুদ পাওয়া যায়? শুধু তাই নয় ১২৩ মাসেই এই স্কিমে টাকা দ্বিগুণ হয়ে যায়।
পরবর্তী ফটো গ্যালারি