প্রধানমন্ত্রী সাদা কুর্তা, কালো কোটের সঙ্গে পরেছিলেন নানা রঙে ঠাসা রাজস্থানী পাগড়ি। যে রঙগুলি দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে চিহ্নিত করে। সঙ্গে ছিল সাদা স্টোল। এদিকে. প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল মেমোরিয়াল থেকে এয়ারফোর্সের স্যালুট ছাড়াও কর্তব্য পথ ঘিরে নানান অনুষ্ঠান আজ নজর কাড়ে। তারই মাঝে প্রধানমন্ত্রী পাগড়ি আলাদা করে কেড়েছে নজর।