Ratan Tata Net Worth ₹3800 Crores: ধনীদের তালিকায় আদানি-আম্বানির ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ Updated: 10 Oct 2024, 01:18 PM IST Abhijit Chowdhury ১৯৯১ সালে টাটা গোষ্ঠীর প্রধান হয়েছিলেন রতন। এরপর ২০১২ সালে অবসর নেন। ২০১২ সালের পর টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস পদে ছিলেন রতন টাটা। এতবছরে টাটা গোষ্ঠীকে বিশাল এক সাম্রাজ্যে পরিণত করেছিলে তিনি। এহেন রতন টাটার ব্যক্তিগত সম্পত্তি ছিল কত?