পুজোর আগে আর মাত্র দুটি শনিবার এবং দুটি রবিবার পড়ে আছে। তাই এই শনিবার এবং রবিবার পুজোর কেনাকাটি না করার কোনও প্রশ্নই ওঠে না। এই শনিবার এবং রবিবার কি ভারী বৃষ্টি মাথায় নিয়ে শপিং করতে হবে? মহালয়ার (১৪ অক্টোবর) আগে কেমন আবহাওয়া কেমন থাকবে, তা দেখে নিন।