Rain Possibility and Alert in South Bengal: শুক্র থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, বৃহস্পতিতেও জেলায় জেলায় সতর্কত Updated: 28 Sep 2023, 11:16 AM IST Abhijit Chowdhury গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামিকাল সাগরে তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটি পরিণত হবে নিম্নচাপে। এই আবহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।