পন্ত থেকে ভুবির ব্যর্থতা-এশিয়া কাপ থেকে ছ'টি শিক্ষা নেওয়া উচিত ভারতের Updated: 09 Sep 2022, 09:20 AM IST Sanjib Halder ২০২২ এশিয়া কাপের হার থেকে শিক্ষা নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করতে চায় রোহিত অ্যান্ড কোম্পানি। কিন্তু ২০২২ এশিয়া কাপের হার থেকে কোন ছয়টি বিষয় শিখল টিম ইন্ডিয়া? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।