Pakistan Crisis: ৭৫ বছরে বেল আউটের জন্য কতবার IMFএর দ্বারস্থ হয়েছে পাকিস্তান? সংকট কাটাতে সোমবার হাইভোল্টেজ বৈঠক Updated: 05 Mar 2023, 04:46 PM IST Sritama Mitra পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর মুরতাজা সইদ সদ্য বলেছেন, ‘একপক্ষে, আমরা আইএণএফের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহক।’ দেখা গিয়েছে, গত ৭৫ বছরে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে বেল আউটের জন্য পাকিস্তান ২৩ বার আইএমএফের কাছে ভিক্ষার ঝুলি ফেলেছে।