NPS Vs OPS: জাতীয় পেনশন স্কিমে মিলছিল ১২২৬ টাকা, ওপিএস কার্যকর হতেই পেনশন বেড়ে হল ১৫ হাজার! Updated: 21 Dec 2023, 12:20 PM IST Abhijit Chowdhury এনপিএস বনাম ওপিএস-এর বিতর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে দেশে। এরই মাঝে সামনে এল হিমাচলপ্রদেশের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন সংক্রান্ত খবর। যা থেকে ওপিএস বনাম এনপিএস-এর এই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়ল।