আগামী বছরই শেষবার অনুষ্ঠিত হতে চলেছে নিট-পিজি (NEET PG)। রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল মেডিক্যাল কমিশন সরকারের কাছে আবেদন করেছে যাতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিট-পিজি’র বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট (NExT) অনুষ্ঠিত হয়। এই ‘নেক্সট’-এর মাধ্যমেই পোস্টগ্র্যাজুয়েশনে ভর্তি করা হবে ডাক্তারি পড়ুয়াদের। গোটা দেশে মেডিক্যাল পড়ুয়াদের ভর্তির জন্য এই পরীক্ষা প্রযোজ্য হবে।