Trinamool Congress in Meghalaya Election: মেঘের রাজ্যে মুকুলের হাত ধরে স্বপ্ন দেখছে ঘাসফুল, কড়া টক্কর দিচ্ছে তৃণমূল
Updated: 02 Mar 2023, 10:16 AM IST Abhijit Chowdhury 02 Mar 2023 trinamool congress, meghalaya, meghalaya assembly elections, meghalaya election result 2023, mukul sangma, মুকুল সাংমা, তৃণমূল কংগ্রেস, মেঘালয়, মেঘালয় বিধানসভা নির্বাচন, মেঘালয় বিধানসভা নির্বাচন ফলাফলদিল্লির পর পঞ্জাবে জিতে আম আদমি পার্টি জাতীয় রাজনীতিতে বড় ছাপ ফেলেছিল। সেই পথে এগিয়েই ত্রিপুরা এবং মেঘালয়ের দিকে পা বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় আশাভঙ্গ হলেও মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে নিজেদের দলকে শক্তিশালী করেছিল তৃণমূল। সেখানে প্রচারের ওপরও জোর দিয়েছিল ঘাসফুল শিবির। তারই প্রতিফলন দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ডে।
পরবর্তী ফটো গ্যালারি