Mohammedan Sporting- ফানাইয়ের গোলে ISL-এ প্রথম জয় মহমেডানের, পয়েন্ট তালিকায় টপকে গেল ইস্টবেঙ্গলকে…জিততে পারত ৩ গোলে…
Updated: 26 Sep 2024, 09:56 PM ISTআইএসএলে ইতিহাস মহমেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম জয়ের মুখ দেখল সাদা কালো শিবির। আওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারাল আন্দ্রে চেরনিশভের দল…
অ্যাওয়ে ম্যাচ হওয়ায় বেশ বুদ্ধি করে ম্য়াচ থেকে তিন পয়েন্ট তুলে নিলেন মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ। ফ্রানকাকে সামনে রেখে , পিছনে তিন মিডফিল্ডারে দল সাজিয়েছিলেন চেরনিশভ। রক্ষণকে জমাট রেখেছিলেন, কাসিমভের সঙ্গে অমরজিতকে জুড়ে দিয়ে। শুরুতে চেন্নাইয়িন এফসি খেলায় জাঁকিয়ে বসলেও তাতে বিচলিত হননি সাদা কালো ফুটবলাররা। চেন্নাইয়ের মাঠে গিয়ে শেষ পর্যন্ত জয়সূচক গোল এনে দিলেন ফানাই। ছবি- মহমেডান স্পোর্টিং এবং আইএসএল (এক্স)
পরবর্তী ফটো গ্যালারি