IPL 2025-এ আগুনে মেজাজে ব্যাটিং, ৫ ম্যাচ খেলে চারটিতেই অর্ধশতরান, কোহলি, গেইলদের রেকর্ড স্পর্শ করলেন মিচেল মার্শ Updated: 08 Apr 2025, 08:56 PM IST Tania Roy কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৮ বলে ৮১ রান করেন মিচেল মার্শ। যার মধ্যে ছয়টি চার এবং পাঁচটি ছক্কা ছিল। IPL 2025-এ এই নিয়ে ৫ ম্যাচ খেলে চারটি হাফসেঞ্চুরি হাঁকালেন লখনউ সুপার জায়ান্টসের তারকা। সেই সঙ্গে স্পর্শ করলেন বিরাট কোহলি, ক্রিস গেইলদের নজির।