পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম মানে ঘাম। তবে এবছর বাংলায় 'চরিত্র' বদল করেছে গরম। গুমোট গরম নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবছর অনুভূত হবে শুষ্ক গরম। মূলত পশ্চিমাঞ্চের রুক্ষ অঞ্চলে এই ধরনের গরম অনুভূত হয়। তবে এবার দক্ষিণেও সেই একই আবহাওয়া অনুভূত হবে। এদিকে আগামী সপ্তাহে রাজ্যে তাপপ্রবাহ বইবে।