Kolkata Metro New Station Murals: ইতিমধ্যেই হয়েছে পরিদর্শন, নয়া এই স্টেশনের চোখ জুড়িয়ে যাওয়া ছবি প্রকাশ মেট্রোর
Updated: 06 Feb 2024, 10:38 AM IST Abhijit Chowdhury 06 Feb 2024 majerhat, majerhat metro station, kolkata metro, ccrs inspection, মাঝেরহাট, মাঝেরহাট মেট্রো স্টেশন, কলকাতা মেট্রোদীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে জোকা-বিবাদী বাগ মেট্রোর জোকা থেকে তারাতলা অংশটি। এবার মেট্রো কর্তৃপক্ষ মাঝেরহাট মেট্রো স্টেশনকেও চালু করতে উদ্যোগী হয়েছে। এর জন্যে সম্প্রতি চূড়ান্ত পরিদর্শন হয়েছে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির। এই আবহে এবার মাঝেরহাট স্টেশনের দেওয়ালের শিল্পকর্মের ছবি প্রকাশ করল মেট্রো।
রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই এই স্টেশনটি চালু করতে চায় রেল বিকাশ নিগম লিমিটেড। সেইমতোই জোরকদমে চলছে মেট্রো স্টেশনের কাজ। প্রাথমিকভাবে এই রুটে জোকা থেকে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো চলছে।
পরবর্তী ফটো গ্যালারি