Jane Zhang: ইচ্ছাকৃতভাবে শরীরে করোনা সংক্রমণ ঘটিয়েছেন চিনের এই সঙ্গীতশিল্পী! জানেন কেন? Updated: 21 Dec 2022, 09:46 PM IST Sritama Mitra শিল্পী জেন জানিয়েছেন, তিনি তাঁর এক কোভিড আক্রান্ত বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে জেনে বুঝে কোভিডকে শরীরে ডেকে এনেছেন! চিনের সোশ্যাল মিডিয়া উইবোতে তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত অনেকের বাড়ি ঘুরে তিনি শরীরে এই রোগ বাঁধিয়েছেন।