Indians stranded in France: যে বিমানে করে পাচার হচ্ছিলেন, তাতে করেই ফ্রান্স থেকে দেশে ফিরবেন শতাধিক ভারতীয় Updated: 25 Dec 2023, 09:56 AM IST Abhijit Chowdhury দুবাই থেকে বিমানে করে মধ্য আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল ৩০৩ ভারতীয়কে। মাঝপথে ফ্রান্সে নেমেছিল সেই বিমান। আর তখনই আটকানো হয়েছিল সেটিকে। এবার জানা গেল, আটক হওয়া সেই বিমানে করেই এবার আটকে পড়া ভারতীয়রা ফিরবেন দেশে। আজই তাঁরা মুম্বইতে এসে নামতে পারেন।