Gold Price hiked by ₹1450 in 2 Days: দু'দিনে ১৪৫০ টাকা বেড়ে গেল সোনার দাম! আজ হলুদ ধাতুর রেট কোন উচ্চতায় পৌঁছল? Updated: 18 Jul 2024, 12:45 PM IST Abhijit Chowdhury গতকাল কলকাতায় সোনার দাম বেড়েছিল ১০ গ্রামে ৬০০ টাকা করে। আর আজ একলাফে হলুদ ধাতুর রেট বাড়ল ৮৫০ টাকা। এই আবহে দু'দিনেই আকাশ ছুঁল হলুদ ধাতু। এই পরিস্থিতিতে আজ কলকাতায় কততে বিকোচ্ছে সোনা এবং রুপো?