Peru's alien mummy theory dismissed: 'এলিয়েনদের মমি' নয়, পেরুতে মানুষ-পশুর হাড় দিয়ে তৈরি পুতুল, খারিজ গাঁজাখুরি গল্প Updated: 13 Jan 2024, 10:40 PM IST Ayan Das এলিয়েনদের মমি, এলিয়েনদের মমি - গত বছর অক্টোবরে আচমকা সেই বিষয়টা নিয়ে হইচই শুরু হয়েছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্নরকম দাবি করা হচ্ছিল। তবে যাবতীয় এলিয়েন তত্ত্ব খারিজ করে দিলেন বিশেষজ্ঞরা। পুরোটা যে গাঁজাখুরি গল্প ছিল, তা বলে দিলেন তাঁরা।