Confession of accused in PMLA case: তদন্তকারীর কাছে দোষ কবুল অভিযুক্তের? ধরা হবে না প্রমাণ হিসেবে, PMLA নিয়ে বলল SC Updated: 29 Aug 2024, 11:00 AM IST Ayan Das আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (PMLA) মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে তদন্তকারী সংস্থার কাছে যদি দোষ কবুল করেন অভিযুক্ত, তাও সেটা প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে না।