মঙ্গলবার ২০২৩-২৪ সালের মরসুমে সমস্ত রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSPs) বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, মুসুর ডালের ক্ষেত্রে MSP সবচেয়ে বেশি(প্রতি কুইন্টাল ৫০০ টাকা) বৃদ্ধি করা হয়েছে।