হরিয়ানার বিপক্ষে কল্যাণি স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে গত ম্যাচে হারটাই বাংলা দলকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে ৩০ জানুয়ারি থেকে শুরু হতে বাংলা-পঞ্জাব ম্যাচে ঋদ্ধিমান সাহাদের জিততেই হবে। তবে শুধু জিতলেই চলবে না, এরপরেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকে।