Pan-Aadhaar Deadline Extension: প্যান-আধার লিঙ্কের পাশাপাশি ডেডলাইন বেড়েছে আরও দুই কাজের, বিশদে জানুন
Updated: 30 Mar 2023, 03:15 PM IST Abhijit Chowdhury 30 Mar 2023 pan aadhaar link, pan card, aadhaar card, demat account nomination, mutual fund nomination deadline, প্যান কার্ড, আধার কার্ড, প্যান আধার লিঙ্ক, মিউচুয়াল ফান্ড নমিনেশন ডেডলাইন, ডিম্যাট অ্যাকাউন্ট নমিনেশন ডেডলাইনসব প্যান কার্ডহোল্ডারদেরই নিজেদের প্যানের সঙ্গে আ... more
সব প্যান কার্ডহোল্ডারদেরই নিজেদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে নির্দেশ দিয়েছে আয়কর বিভাগ। এই কাজ করার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ছিল। তবে এর সময়সীমা বাড়ানো হয়েছে। আগেও একাধিকবার এই কাজের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। আর এবার আয়কর বিভাগের তরফে এই কাজের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি