Ajit Doval: মধ্য এশিয়ার দেশগুলির বৈঠকে পাকিস্তানকে নাম না করে তুলোধনা ডোভালের, সন্ত্রাস থেকে পাচার ইস্যুতে সরব দিল্লি
Updated: 18 Oct 2023, 07:22 AM ISTপাকিস্তানের নাম না করে ডোভাল বলেন,' মধ্য এশিয়ার সঙ্গে ভারতের স্থলসূত্রে সরাসরি সংযোগ না থাকাটা ব্যতিক্রম। সরাসরি সংযোগের এই অনুপস্থিতি একটি নির্দিষ্ট দেশের সংগঠিত নীতি।’
নাম না করে পাকিস্তান ও চিনকে ফের একবার তুলোধনা করলেন দেশের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সংযোগ কতটা গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে সংযোগের রাস্তা রুখে দিচ্ছে ‘একটি নির্দিষ্ট’ দেশ, বলে উল্লেখ করেন ডোভাল। এই ইস্যুতে তিনি নাম না করে পাকিস্তানকে কার্যত একহাত নেন। এছাড়াও, সন্ত্রাস ইস্যুতে সুর চড়া করে তিনি বলেছেন, কারণ যাই হোক না কেন, সন্ত্রাসকে কখনওই ন্যায্য দাবি করা যায় না।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি