Manu Bhaker in Paris Olympics 2024 Final: পিস্তল বিগড়ে টোকিয়োয় স্বপ্নভঙ্গ, ৩ বছর পরে দাপট দেখিয়ে অলিম্পিক্স ফাইনালে মনু Updated: 27 Jul 2024, 05:59 PM IST Ayan Das ২০২১ সালে টোকিয়ো, আর ২০২৪ সালের প্যারিস - তিন বছরের ব্যবধানে কত কিছু পালটে গেল। তিন বছর আগে একটা শ্যুটিং সেন্টারে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর আজ একটা শ্যুটিং সেন্টারে দাঁড়িয়ে নিজের স্বপ্নপূরণের দিকে একটা পা ফেললেন মনু ভাকের।