7th Pay Commission New Rule for Govt Employees: সময় খারাপ সরকারি কর্মীদের? জারি কড়া নির্দেশিকা, কোপ পড়বে ছুটিতে Updated: 22 Jun 2024, 01:15 PM IST Abhijit Chowdhury এবার থেকে অফিসে ১৫ মিনিট দেরিতে ঢুকলেই আধা দিনের জন্য 'অনুপস্থিত' ঘোষণা করা হবে সরকারি কর্মীদের। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল সরকার। সেই ক্ষেত্রে সরকারি কর্মীদের হাফ ডে-র ক্যাজুয়াল লিভ কাটা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।