Dearness Allowance Case Latest Update: সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট সামনে এল, বাংলার সরকারি কর্মীদর নজরে '১৭৪' Updated: 04 Jul 2024, 07:46 AM IST Abhijit Chowdhury আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তবে সত্যিই কি সেদিন শুনানি হবে ডিএ মামলার? নাকি আগের মতোই ফের পিছিয়ে যাবে মামলার শুনানি? এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মিলল খোদ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই।