শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে একটি কজলিস্ট প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সোমবার সুপ্রিম কোর্টে আসবেন না বিচারপতি পাদ্রিওয়ালা। তাঁর আর বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চেই সোমবার হওয়ার কথা ছিল ডিএ মামলার শুনানি। তবে বিচারপতি পাদ্রিওয়ালা করোনা আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারবেন না বলে জানা গিয়েছে।