মেঘালয় নির্বাচনের বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এই আবহে তিনদিন আগেই বড় ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নড্ডা। সেরাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করতে তিনি জানিয়েছেন, সেই রাজ্যে সরকারে এলে বিজেপি সপ্তম বেতন কমিশন চালু করবে সরকারি কর্মচারীদের জন্য। উল্লেখ্য, মেঘালয়ে নির্বাচনী লড়াইতে রয়েছে তৃণমূল কংগ্রেসও।