গোটা বিশ্বে ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে এমপক্স। এই অবস্থায় এমপক্সের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল। গোটা বিশ্বে বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে এমপক্সের ঘটনা দ্রুত বাড়ছে। এখনও পর্যন্ত আফ্রিকার একাধিক দেশে মাঙ্কিপক্সে ১৪ হাজার জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। যা উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: মাঙ্কি পক্স নিয়ে রাজ্যের সব হাসপাতালকে সতর্ক করল স্বাস্থ্য দফতর
গত ৩ বছরের মধ্যে দ্বিতীয়বার মাঙ্কি পক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা হু। এর আগে ২০২২ সালে মাঙ্কি বক্স বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সেই সময় বিশ্বের ১১৬টি দেশে এক লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ২০০ জনেরও বেশি মানুষ।আর এবার ২০২৪ সালে ফের মাঙ্কি পক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল হু। তবে এবারের মাঙ্কি পক্সের প্রকোপ ২০২২ সালের থেকে বেশি।
মূলত ১৫ বছরের কম বয়সি মহিলা এবং শিশুদের মধ্যে মাঙ্কি পক্সের প্রাদূর্ভাব বেশি। এই রোগটি এখনও পর্যন্ত আফ্রিকার ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি দেশে মাঙ্কিপক্সের ঘটনা আগে কখনও ঘটেনি। কঙ্গো, বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডা সহ আফ্রিকার অনেক দেশে এই রোগের প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে বলে হু এর তরফে জানানো হয়েছে। বর্তমানে এর নতুন রূপ দেখা যাচ্ছে। তাছাড়া, মাঙ্কিপক্সের ভ্যাকসিনের ডোজের সরবরাহ বর্তমানে মহাদেশে কম আছে। তা উদ্বিগ্ন হু।