কৃষি কাজের দুনিয়া থেকে ইন্টারনেটে একাই কার্যত ঝড় তুলে দিয়েছে ‘আনমোল’। বয়স বেশি নয়, মাত্র ৮। আর এই ৮ বছর বয়সে ১৫০০ কেজির আনমোল এখন শিরোনাম কাড়ছে। ইতিমধ্যেই আনমোলের মূল্য বাজারে ২৩ কোটিতে পৌঁছেছে। হরিয়ানার আনমোলের আরও এক পরিচিতি হল, সে একটি মোষ!
প্রশ্ন উঠতেই পারে, কী অমন রয়েছে আনমোলের মধ্যে যা তাকে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে? দেখা যাক, আনমোলের বিশেষত্বগুলি।
মোষ আনমোল তুলেছে ঝড়:-
রাজস্থানের পুষ্করের মেলা হোক, মেরঠে ‘অল ইন্ডিয়া ফারমার্স ফেয়ার’ হোক, কৃষি সংক্রান্ত সমস্ত জমায়েতে গিয়েই লাইমলাইট কেড়ে নিচ্ছে মোষ আনমোল। তাক লাগানো 'লুক' ছাড়াও আনমোলের সিমেনের চাহিদা তুঙ্গে। কারণ, নিজের খাটালে থাকা মোষের ‘ব্রিডিং’ এর জন্য আনমোলের মতো মোষের সিমেনে অনেকেই চাইছেন। কার্যত গবাদিপশুর আঙিনায় দেশে তাবড় কদর রয়েছে এই আনমোলের। হরিয়ানার সিরসার এই মোষের চেহারা তাক লাগিয়েছে অনেককে। অনেকেই এই মোষকে বিলাসী গাড়ি কিম্বা বাড়ির সঙ্গেও তুলনা করছেন।
( Kartik Purnima 2024: রাসযাত্রা ২০২৪ কবে? কার্তিক পূর্ণিমা ২০২৪র তিথি কখন থেকে শুরু! দেখে নিন সময়, তারিখ)
( Guru Nanak Jayanti 2024: গুরু নানক জয়ন্তী ২০২৪ কবে? রইল গুরু নানকের কিছু অবিস্মরণীয় বাণী যা আজও অনুপ্রেরণা যোগায়)