কোভিডে আক্রান্ত সরকারি আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। অনেকেই করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁদেরকে বুধবার নানাভাবে উৎসাহ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অতিমারি পরিস্থিতিতেও কাজে বিঘ্ন না ঘটিয়ে কর্মী ও আধিকারিকদের কাজের প্রতি দায়বদ্ধতাকে স্বীকার করে নেন তিনি। পার্সোনেল, পাবলিক গ্রিভান্স দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, কম সময়ের মধ্যে টার্গেট পূরণের জন্য কিছু ক্ষেত্রে কাজের চাপ বেড়েছে। তবে ই-অফিস কর্মসূচির মাধ্যমে আউটপুট অনেকটাই বেড়েছে। এমনকী টার্গেট পূরণের জন্য ওয়ার্ক ফ্রম হোমে ছুটির দিনেও কাজ করছেন কর্মচারীরা। বললেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে সরকারি কর্মী মানেই যেখানে আসি যাই মাইনে পাই তকমা জুটে গিয়েছে, সেখানে বর্তমান পরিস্থিতিতে যাবতীয় প্রতিকূলতার মধ্যে কাজ চালিয়ে যাওয়ায় সরকারি কর্মী আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ৮৭৯জন আধিকারিকের মধ্যে ৬০জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে কোনও ক্ষেত্রেই তাঁদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সর্বশেষ নির্দেশ অনুসারে গর্ভবতী মহিলা ও বিশেষভাবে সক্ষম কর্মচারীদের বর্তমান পরিস্থিতিতে অফিসে আসার দরকার নেই। অন্যদিকে কনটেইনমেন্ট জোনের মধ্যে যে সমস্ত সরকারি আধিকারিকরা বাস করেন তাঁদেরও সংশ্লিষ্ট অফিসে এসে রিপোর্ট করার দরকার নেই।