
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
৪০০০০ টনের এয়ারক্রাফট কেরিয়ার। দেশীয় পদ্ধতিতে রণতরী বিক্রান্ত এবার জলে নামার অপেক্ষায়। আমেরিকা, ইংল্যান্ড, চিন, রাশিয়া, ফ্রান্সের পাশাপাশি এত উন্নত সামরিক সম্পদ এবার ভারতের হাতেও। সূত্রের খবর, আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেরলে বিক্রান্তের সূচনা হবে।
ভাইস অ্যাডমিরাল এসএন ঘোরমাডে জানিয়েছেন, ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই উদ্যোগ যথেষ্ট কার্যকরী হবে। ভারতের নিজস্ব সামরিক দক্ষতার একটি নজির হিসাবে থাকবে এই বিক্রান্ত। এবার এই বিক্রান্ত সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
১) প্রায় ২০,০০০ কোটি টাকায় তৈরি হয়েছে এই বিক্রান্ত। সমুদ্রে চূড়ান্ত পর্যায়ের মহড়াও হয়ে গিয়েছে। এই জাহাজের ৭৬ শতাংশ দেশে তৈরি। দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় তৈরি হয়েছে এর যন্ত্রাংশ। এটা জাতীয় ঐক্যের প্রতীক।
২) বিক্রান্ত ২৬০ মিটার লম্বা ও ৬০ মিটার চওড়া। মহিলা আধিকারিকদের জন্য় আলাদা ব্যবস্থা রয়েছে এখানে।
৩) যুদ্ধ জাহাজের উপযোগী স্টিল দিয়ে এটি তৈরি। SAIL, DRDO, Navyএই জাহাজ তৈরিতে হাতে হাত মিলিয়ে কাজ করেছে।
৪) মিগ ২৯ কে যুদ্ধ বিমান নামতে পারবে এই জাহাজের বুকে।
৫) সব মিলিয়ে অন্তত ৩৬টি যুদ্ধ বিমানকে বহন করতে পারে এই বিক্রান্ত। তার মধ্যে ১৭টি নীচের হ্যাঙ্গারে থাকবে ও বাকি ১৯টি ফ্লাইট ডেকে থাকবে।
৳7,777 IPL 2025 Sports Bonus