বাংলা নিউজ > ঘরে বাইরে > Vaishnodvi Blast: বৈষ্ণেদেবীর বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘দায় স্বীকার’ বিচ্ছিনতাবাদীদের, ‘জঙ্গি যোগ নেই’, দাবি পুলিশের
পরবর্তী খবর
একদিন আগেই বৈষ্ণেদেবীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে গিয়ে চারজনের মৃত্যু হয়েছিল। ঘটনায় আরও অন্তত পঁচিশ জন আহত হয়েছিল। সেই ঘটনায় এবার ‘দায় স্বীকার’ করল ‘জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রিডম ফাইটারস’ নামক এক সন্ত্রাবাদী সংগঠন। এই জঙ্গি সংগঠনের দাবি, ‘এক বিশেষ ইউনিট এই বাসে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে।’ এই হামলার দায় স্বীকার করে তারা একটি চিঠি প্রকাশ করে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চিঠিটিতে নাদিম চৌধুরীর স্বাক্ষর ছিল। জানা গিয়েছে, নাদিম এই জঙ্গি সংগঠনের মুখপাত্র। (আরও পড়ুন: নিউইয়র্কে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের ‘লাইভ স্ট্রিম’ হামলায় মৃত কমপক্ষে দশ)