অজিত ডোভাল প্রসঙ্গে প্রশংসার সুরে গারসেত্তি তুলে ধরেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ছোটবেলার ঘটনা। গারসেত্তি বলেন, উত্তরাখণ্ডের গ্রামের সন্তান অজিত ডোভাল 'কেবলমাত্র জাতীয় সম্পদই নন, তিনি আন্তর্জাতিক সম্পদ।'
Ad
অজিত ডোভাল।
(PTI Photo)(PTI06_13_2023_000316B)
‘ভারতের নিরাপত্তা উপদেষ্টা শুধু জাতীয় সম্পদই নন, তিনি আন্তর্জাতিক সম্পদও ’, ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের প্রশংসায় এই বার্তাই উঠে এল ভারতে মার্কিনি রাষ্ট্রদূত এরিক গারসেত্তির তরফে। তিনি, অজিত ডোভালের প্রশংসায় একাধিক বার্তা দেন, দিল্লিতে আয়োজিত ভারত মার্কিন উদ্যোগের ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস’ এর এক বৈঠকে।
অজিত ডোভাল প্রসঙ্গে প্রশংসার সুরে গারসেত্তি তুলে ধরেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ছোটবেলার ঘটনা। গারসেত্তি বলেন, উত্তরাখণ্ডের গ্রামের সন্তান অজিত ডোভাল 'কেবলমাত্র জাতীয় সম্পদই নন, তিনি আন্তর্জাতিক সম্পদ।' গারসেত্তি বলেন, ‘আমরা যখন ভারত ও আমেরিকার ভিত্তি দেখি, তখন দেখি তা খুবই পোক্ত ও শক্তিশালী। এটা থেকেই স্পষ্ট যে ভারতীয়রা আমেরিকানদের ভালোবাসেন আর আমেরিকানরা ভারতীয়দের ভালোবাসেন।’ প্রযুক্তিনির্ভর, ভারতের ডিজিটাল পেমেন্টের প্রশংসা করে মার্কিনি রাষ্ট্রদূত বলেন, ‘আমি যখন ডিজিটাল পেমেন্ট আর অর্থনীতি বিষয়ক প্রযুক্তির দিকে তাকাই, (তখন মনে হয়) আমরা বিশ্বকে নাড়া দিয়েছি। গ্রামের একজন চাওয়ালাও জানেন যে তিনি সরাসরি সরকারের থেকে পেমেন্ট পাবেন গ্রামে বসে। সেই মূল্যের প্রতিটি টাকার ১০০ শতাংশ পাবেন।’