Urination in New York-Delhi Flight: আবারও নিউ ইয়র্ক-দিল্লি উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার ভারতীয়
1 মিনিটে পড়ুন Updated: 25 Apr 2023, 08:35 AM ISTজানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এএ২৯২ উড়ানে। দিল্লিতে বিমানটি অবতরণ করার আগে পাইলটের তরফে বিমানবন্দর কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়। এই আবহে রবিবার রাত ৯টার সময় বিমানটি দিল্লিতে অবতরণ করলে সিআইএসএফ জওয়ানরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিউ ইয়র্ক-দিল্লি উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব ভারতীয়র