আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা! এবারের ঘটনাস্থল দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলীয় এলাকা। আজ (শুক্রবার - ২ মে, ২০২৫) এই অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পের কবলে পড়ে। যার মাত্রা ছিল ৭.৫। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-র তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যার জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।জানা গিয়েছে, এদিনের এই কম্পনের উৎস ছিল কেপ টাউন এবং অ্যান্টার্কটিকার মাঝামাঝি একটি এলাকায় - সমুদ্র সমতল থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। স্থানীয় সময় সকাল ৯ট বেজে ৫৮ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। তারপর একাধিকবার আফটার শকের সাক্ষী হতে হয় ওই অঞ্চলের বাসিন্দাদের। চিলির জাতীয় বিপর্যয় মোকাবিলা পরিষেবার তরফ থেকে জানানো হয়েছে, দেশের একেবরে দক্ষিণ প্রান্তে অবস্থিত মাগাল্যান্স অঞ্চলের অন্তর্গত উপকূলীয় এলাকা দ্রুত খালি করা হচ্ছে। কারণ, যেকোনও সময় সেখানে আছড়ে পড়তে পারে সুনামি।প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ওই এলাকার বাসিন্দাদের দ্রুত তাঁদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেশবাসীর উদ্দেশ বার্তা দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া নানা ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা অত্যন্ত শান্তভাবে এলাকা ছেড়ে দূরে সরে যাচ্ছেন। যদিও সেই সমস্ত ভিডিয়োয় সাইরেনের একটানা শব্দও শোনা গিয়েছে। চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওসনোগ্রাফিক সার্ভিস- এর বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সুনামির ঢেউ অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ চিলির একাধিক শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে।বিবিসি অনুসারে, চিলির স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নির্দেশ দিয়েছে, যাতে তাঁরা এমন কোনও জায়গায় গিয়ে আশ্রয় নেন, যার উচ্চতা সমুদ্র সমতল থেকে অন্তত ৩০ মিটার।এদিকে, এই ঘটনার জেরে এখনও পর্যন্ত বিশ্বের দক্ষিণতম বিন্দু হিসাবে বিবেচিত উশুয়াইয়া শহরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে, স্থানীয় প্রশাসন এবং আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে ওই শহর খালি করার বিষয়েও কোনও নির্দেশ জারি করা হয়েছে বলে শোনা যায়নি।সংবাদ সংস্থা এএফপি-কে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে উশুয়াইয়া শহরেই ভূমিকম্প অনুভূত হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য অঞ্চলেও মৃদুভাবে অনুভূত হয়। তবে, এমন সময় শান্ত থাকাই সবথেকে জরুরি বলে মত স্থানীয় প্রশাসনের।