প্রতিষ্ঠান বিরোধিতায় হাওয়া বদলাতে প্রায়শয়ই বিজেপি বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী বদলে পথে হেঁটেছে। গত কয়েক বছরে, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ডের মতো রাজ্যে মুখ্যমন্ত্রী বদলেছে বিজেপি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো নেতার মুখ্যমন্ত্রিত্বের গদিও টলে গিয়েছিল একটা সময়ে। এহেন বিজেপি এবার ত্রিপুরায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে ‘সংশোধনমূলক’ ভাবে মুখ্যমন্ত্রী বদল করল। শনিবার আচমকাই বিকেলে সবাইকে অবাক করে দিয়ে পদ ছাড়েন বিপ্লব দেব। এর কয়েক ঘণ্টার মধ্যেই মানিক সাহার নাম ঘোষিত হয় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে। আর তারপরই বিজেপির দফতরেই বিধায়কের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। আর এদিন মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বহু তাবড় নেতা। এই আবহে প্রশ্ন উঠেছে, মানুষের মনে জায়গা বানাতে গিয়ে দলের ফাটল আরও চওড়া করল না তো বিজেপি? (আরও পড়ুন: শরীরে পুরুষের ক্রোমোজোম, পুলিশ সার্ভিসে যোগ্যতা অর্জনকারী মহিলার নিযুক্তিতে আদালত কী জানাল?)