আজ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এবার থেকে আর ১২ লাখ টাকার আয়ে কর দিতে হবে না। তবে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে দাবি করলেন, অর্থমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে আদতে মধ্যবিত্তকে 'চিট' (প্রতারণা) করেছেন। এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, 'এভাবে মধ্যবিত্তের সঙ্গে প্রতারণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী - বাজেট বক্তৃতায় তিনি বললেন, '১২ লাখ টাকার নীচে আয় করা ব্যক্তিদের কোনও আয়কর দিতে হবে না'। তবে এতে একটি বিষয় আছে। যদি কারও আয় ১২ লাখ ৮০ হাজার টাকার ওপরে হয়, তাহলে সেই পুরো আয়ের ওপর কর বসবে: ০-৪ লাখের ওপরে শূন্য, ৪ থেকে ৮ লাখে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাকের ওপরে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লাখ আয়ে ১৫ শতাংশ ইত্যাদি।' (আরও পড়ুন: NPS বাৎসল্যে করছাড়ের ঘোষণা বাজেটে, কারা লাভ পাবেন এর?)
আরও পড়ুন: আয়কর স্ল্যাবে বদল, করদাতাদের 'লাভ' হবে ১১০০০০ টাকা পর্যন্ত!
এরপর সাকেত গোখলে লেখেন, 'আয়ের ওপর ছাড়ের সীমা এখনও ১২ লাখ নয়। সেটা এখনও ৪ লাখই থাকছে। এই আবহে যারা বছরে ১২ লাখ ৮০ হাজারের নীচে আয় করেন, তাঁদের জন্যে ভালো। তবে তাঁর ওপরে যাঁর আয় করেন, তাঁদের এই স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। তাই, ১২ লাখ টাকা আয় করা ব্যক্তিদের বেতন বৃদ্ধি হলে তাঁদের জন্য এটা একটা কঠোর শাস্তি।' (আরও পড়ুন: আয়করে 'বেসিক এক্সেম্পশন' বেড়েছে এবারের বাজেটে, জেনে নিন বিশদে)
উল্লেখ্য, এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। আজ তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ‘নয়া যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি টাকা থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’ (আরও পড়ুন: ৮-১২ লাখ আয়ে কাটবে কর, পরি TDS রিফান্ডে ফিরবে টাকা? 'কনফিউজড' DMK MP)
নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ।
এই আবহে আগের তুলনায় নয়া ঘোষণা পর থেকে করদাতাদের কত 'লাভ' হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।