পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই চিঠি নিয়ে বুধবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন রাজ্য সভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
এ দিন সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে কোবিন্দের হাতে মমতার লেখা চিঠি পৌঁছে দেন ডেরেক। তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথা হয় রাষ্ট্রপতির। তবে কী বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে, তা নিয়ে কিছু বলতে চাননি সাংসদ।
আরও পড়ুন: বিধায়ককে খুন করে ঝুলিয়ে দিয়েছে পুলিশই, পকেটে সুইসাইড নোট গুঁজেছে তারাই: দিলীপ
গত ১৩ জুলাই সকালে বাড়ি থেকে এক কিমি দূরে উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের দেহ। তাঁর গলায় ফাঁস দেখে পুলিশ প্রাথমিক তদন্তে বিধায়ক আত্মঘাতী হয়েছেন বলে দাবি করে।
পালটা দাবিতে বিধায়কের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, তাঁকে গলায় ফাঁসসদিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবির সমর্থনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে রাজ্য বিজেপি। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নামে পদ্ম শিবির।
আরও পড়ুন: BJP বিধায়কের পকেট থেকে উদ্ধার সুইসাইড নোট, তদন্তভার CID-র হাতে