‘ক্যাশ ফর কোয়ারি’ বির্তকে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তা নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজনীতিতে। মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে উপহার এবং টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার জন্য তিনি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছিলেন। এনিয়ে প্রথম থেকেই খুব বেশি সরব হতে দেখা যায়নি তৃণমূলকে। এমনকী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছিলেন, দল কোনও মন্তব্য করবে না। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি জানান, এবিষয়ে তদন্ত শেষ হওয়ার পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: উঠল নয়া অভিযোগ, মহুয়ার 'পর্দা ফাঁস' করে জীবন সংশয়ে ভুগছেন 'প্রাক্তন বন্ধু' অনন্ত
রবিবার একটি সংবাদ সংস্থাকে ডেরেক ও'ব্রায়েন বলেছেন, ‘দলের নেতৃত্ব মহুয়াকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছে। তিনি একজন নির্বাচিত সাংসদ। আগে বিষয়টির তদন্ত হতে দিন। তারপরেও দল এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।’ এর পাশাপাশি তৃণমূল সাংসদ জানান, দল প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের প্রতিবেদন পর্যবেক্ষণ করে চলেছে। সবকিছুর উপর নজর রাখা হচ্ছে।
যদিও ঘুষ নেওয়ার অভিযোগ আগেই খারিজ করেছিলেন মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, সিবিআই বা এথিক্স কমিটি যদি তাঁকে ডাকে তাহলে সে ক্ষেত্রে তিনি জবাব দেবেন। তার আগে আদানি পরিচালিত সংবাদ মাধ্যমের করা মন্তব্য নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। অন্যদিকে, এই অভিযোগ ওঠার পরে অন্যান্য দলগুলি মহুয়ার পাশে দাঁড়ালেও নীরব ছিল তৃণমূল। তা নিয়ে অবশ্য বিজেপি নেতা অমিত মালব্য কটাক্ষ করেছিলেন। তাঁর কটাক্ষ ছিল, মহুয়া মৈত্রকে ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় ডেরেকের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।